যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
প্রাথমিক তদন্তের বরাতে ওসি জানান, দুই যুবক চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছালে তারা চালককে বলেন, “আরেকজন উঠবে, একটু থামেন।” এরপর ফোনে কথা বলার ভান করে অটোরিকশা থেকে নেমে যান দুই যাত্রী। কিছুক্ষণ পর তারা কৌশলে অটোরিকশায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
চালক স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে অটোরিকশার ছাউনি ও পেছনের আসন পুড়ে যায়।
ওসি আনোয়ার হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে ওই থানার পুলিশ।
এদিকে, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের ঘোষিত “ঢাকা লকডাউন” কর্মসূচি ঠেকাতে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরাও। বিএনপি ও এনসিপির এসব মিছিল চলাকালেই কয়েক কিলোমিটার দূরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত