যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ঐতিহ্য ও আভিজাত্যকে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও গডফাদারদের রাজনীতি দিয়ে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু সড়কে নতুন সমবায় মার্কেট ভবনের নবম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “নারায়ণগঞ্জের ঐতিহ্য, ইতিহাস ও আভিজাত্যকে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় কলুষিত করা হয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করে আমরা চাই নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার হয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপি সবসময় কাজ করে যাবে।”
জাতীয় নির্বাচনে সম্ভাব্য জোট নিয়ে তিনি বলেন, “আমাদের আহবায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন—এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায়, প্রয়োজনে তাদের সঙ্গে আমরা সংস্কারের পক্ষে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষে ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে জোট গঠন করতে পারি। তবে যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বা ২৪ তারিখের গণআন্দোলনের জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে ছিল, তাদের সঙ্গে কোনো ধরনের নির্বাচনী জোট বা অ্যালায়েন্স সম্ভব নয়।”
প্রার্থী ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঘোষণা করা হবে। আহবায়ক নাহিদ ইসলাম ১৫ তারিখে প্রার্থিতা ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছেন।”
আওয়ামী লীগ প্রসঙ্গে হাসনাত বলেন, “আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। এতদিন কিছু সুবিধাভোগী ও ভাড়ায় খাটানো বুদ্ধিজীবী দলটির পক্ষে বৈধতা উৎপাদন করেছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। তাদের পতন ঘটেছে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে—যা জনতার সার্বজনীন ম্যান্ডেট।”
তিনি আরও বলেন, “এই দলটিকে আবার ফিরিয়ে আনতে যারা বৈধতা উৎপাদন করছে, তারা মূলত আগুন সন্ত্রাস, বুলেট ও ব্যাংক লুটের পক্ষে বৈধতা দিচ্ছে।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে জনগণের প্রকৃত অংশগ্রহণ থাকবে। যদি প্রশাসন আবার ক্যাটালিস্টের ভূমিকায় চলে যায়, তাহলে সেই নির্বাচনে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। এজন্যই আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব দিয়েছি, যাতে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হয়।”
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন। উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তুহিন খানসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি, ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত