1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে দুই সহোদরের দ্বন্ধ: বাড়ীঘর ভাংচুর-অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
Oplus_0

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত সাড়ে বারোটা পর্যন্ত।

এতে অন্তত ১০ থেকে ১২টি ঘর ভস্মীভূত হয় এবং ঘরের মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আষাঢ়িয়ার চর গ্রামের মৃত হযরত আলীর দুই ছেলে—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল—দুজনেই বহুজাতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আল মোস্তাফা গ্রুপের হয়ে কাজ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আব্দুর রউফ ওই প্রতিষ্ঠানের জমিতে বালু ভরাট ও অবকাঠামোগত উন্নয়নকাজের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তার হয়ে ছোট ভাই আব্দুল জলিল এসব কাজের তদারকি করেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিভিন্ন কাজ থেকে আসা অর্থের ভাগ-ভাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়।

এ নিয়ে উপজেলা বিএনপি সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দুই ভাইয়ের মধ্যে সমঝোতার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিরোধ মীমাংসা হয়নি।

বৃহস্পতিবার রাতে আব্দুল জলিলপন্থীরা আব্দুর রউফের বাড়ি-ঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এসময় উভয় পক্ষই স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু সমর্থককে সংঘর্ষে ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর পেয়ে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে পুলিশ মূল অভিযুক্ত দুই ভাই—আব্দুর রউফ ও আব্দুল জলিল—কে আটক করে থানায় নিয়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম খান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব ও পারিবারিক দ্বন্দ্বের মিশ্রণে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট