যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানাধীন কাশিপুর শান্তিনগর এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: সুরুজ মিয়াকে। এ হত্যাকান্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে নড়েচড়ে বসে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশও করে।
এদিকে এ হত্যাকান্ডের পর কাশীপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন সাল্লু ও হীরসহ ২১জনকে আসামী করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। এবং পরবর্তিতে এ ঘটনায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারক লিপিও প্রদান করা হয়।
তবে থানায় মামলা দায়ের করার পর থেকে শুরু হয় বাণিজ্য। মামলার আসামীদের ভয় দেখিয়ে নিহত সুরুজ মিয়ার চাচাতো ভাই জামান মিয়া কোটি কোটি টাকার বাণিজ্যে মেতে উঠে বলে অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি মামলার এজাহারভুক্ত ৮নং আসামী রফিকুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগও পাওয়া যায় জামান মিয়ার বিরুদ্ধে।
সূত্রমতে, সন্ত্রাসীদের হামলায় সুরুজ মিয়া নিহত হওয়ার পর পরই আসামী রফিকুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জামান মিয়া ও তার বাহিনী। এসময় ভাঙচুরেরর পাশাপাশি রফিকুলের অটো রিকশার গ্যারেজ থেকে প্রায় ৪৫টি অটো রিকশা যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা এবং রফিকের মালিকাধীন মাল্টিপারপাস থেকে প্রায় লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় তারা। এছাড়া কাশীপুর মরা খালপাড় এলাকার আরও বেশ কয়েকজন ব্যবসায়ীকে সুরুজ হত্যার আসামী করার ভয়ভীতি দেখিয়ে ৩০ লাখ টাকা আদায় করার অভিযোগও পাওয়া যায় জামান মিয়ার বিরুদ্ধে।
তবে জামান মিয়ার বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ হয়। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাইনবোর্ডস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভাঙচুর লুটপাট ও আগুনের ঘটনায় জামান মিয়াকে আজহারভুক্ত আসামী করা হয়। এরপর তিনি বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর ফের ফিরে আসেন নিজ এলাকায়। বর্তমানে তিনি বীরদর্পে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।
এদিকে মামলার আসামী হওয়া সত্বেও জামান মিয়াকে এভাবে প্রকাশ্যে ঘুরতে দেখে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগীরা। তারা জামান মিয়াকে দ্রুত গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এজন্য তারা ফতুল্লা থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ জুন (বৃহস্পতিবার) দুপুর দেড়টায় দিকে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে দিনে দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন তার দুই ছেলেসহ চারজন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত