যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির নারায়ণগঞ্জের ৫ হেভিওয়েট নেতার।
এর মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান কেন্দ্রের সবুজ সংকেত পাবেন বলে ধরে নেওয়া হয়েছিল। তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় নির্বাহী কমিটির আরেক সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে বেছে নিয়েছে বিএনপি।
অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন এবার প্রার্থী হয়েছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে। প্রার্থী তালিকায় জায়গা পাননি তিনি। এই আসনে আরেক শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলো জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদও। তবে, এই আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগা উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে সবুজ সংকেত দিয়েছে দলটি।
এছাড়া সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানসহ বিএনপির আরও বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আসেনি ঘোষিত প্রার্থী তালিকায়।
তবে নির্বাচনের আগে তালিকায় আরও সংযোজন-বিয়োজন হতে পারে বলে দলসূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত