যুগের নারায়ণগঞ্জ:
নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত শনিবার (১ নভেম্বর) রাতে কুশিয়ারা এলাকায় এবং রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা।
গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার বালিয়াগাঁও এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে মাহবুব আলম (৪১)। সে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপর আসামি নবীগঞ্জ কুশিয়ারা এলাকার নূরুল হক মিয়ার ছেলে রাকিব খান (৩৩)। সে বন্দর থানার ১৬(১০)২৫ নম্বর মারামারি মামলার এজাহারভুক্ত আসামি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত