1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ডিসির সহায়তায় মাহিন পেল ইলেকট্রিক হুইল চেয়ার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সহায়তায় শারীরিক প্রতিবন্ধী মাহিন শাহরিয়ার পেল ইলেকট্রিক হুইল চেয়ার। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে মাহিনের হাতে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক নিজেই মাহিন শাহরিয়ারের হাতে ইলেকট্রিক হুইল চেয়ারটি তুলে দেন।

এ সময় ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গত সপ্তাহে মাহিনের মা তাকে কোলে করে আমার অফিসে নিয়ে এসেছিলেন। তাদের কষ্ট দেখে আমার খুবই মায়া লেগেছিল। তখনই কিছু আর্থিক সহায়তা দিয়েছিলাম। তারা অনুরোধ করেছিলেন মাহিনের জন্য একটি ইলেকট্রিক হুইল চেয়ার দেওয়ার। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, চেষ্টা করবো। পরে জেলা পরিষদের সহযোগিতায় আজ সেই চেয়ারটি দিতে পেরেছি।”

তিনি আরও বলেন, “যাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, তারা আসলে সবচেয়ে বড় সংগ্রামী। তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা থাকা উচিত। আমাদের সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান- এমন সন্তানদের যেন চার দেয়ালের মধ্যে আটকে না রাখি। তাদের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সমাজসেবা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান সরদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট