যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রাম্য দলাদলি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার হামলায় থানার ওসির সরকারি ডাবল কেবিন পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০) দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের সঙ্গে উচিৎপুরা ও আগুয়ান্দি গ্রামের মানুষের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
ঘটনার দিন বিকালে মর্দাসাদি গ্রামের নোয়াব আলী, আক্তার ও জলিলসহ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশাযোগে উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা নুরুকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচিৎপুরা বাজারে জড়ো হন। উত্তেজনা বাড়তে থাকায় আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
তবে পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে ওসির সরকারি পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়।
থানা পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আড়াইহাজারে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত