যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ওয়ারিশ সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ অজুদা বেগমকে (৩৮) শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাসুর মাহামুদ্দুল্লাহ বাদী হয়ে নির্দেশদাতা চাচা আলাউদ্দিন দেওয়ান, ফুপু খোদেজা বেগম ও হামলাকারী চাচাতো ভাইদের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ এলাকার ১০১, এম.এন. ঘোষাল রোডে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত শাহাদাত হোসেন দেওয়ানের ছেলে মাহামুদ্দুল্লাহসহ তাঁর ওয়ারিশগণ দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তিতে বসবাস করছেন। দাদা মৃত্যুর সময় সম্পত্তি এজমালি অবস্থায় রেখে যান। পরবর্তীতে বাদীর পিতা মৃত্যুবরণ করলে তাঁর অংশের সম্পত্তি আইনানুযায়ী মাহামুদ্দুল্লাহসহ অন্যান্য ওয়ারিশদের মালিকানায় আসে।
অভিযোগে বলা হয়, ওয়ারিশ সম্পত্তি দখলের লোভে চাচা আলাউদ্দিন দেওয়ান ও ফুপু খোদেজা বেগম দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি অবৈধভাবে দখলে রেখেছেন এবং সম্পূর্ণ দখল নিতে বাদী পরিবারের ওপর নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
ঘটনার দিন চাচা ও ফুপুর নির্দেশে আলাউদ্দিন দেওয়ানের দুই ছেলে সানি দেওয়ান ও ডেনি দেওয়ান মাহামুদ্দুল্লাহর বাড়িতে ঢুকে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী অজুদা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। প্রতিবাদ করলে সানি দেওয়ান গৃহবধূর গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং ডেনি দেওয়ান তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অভিযোগটি পেয়েছে এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত