যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঁশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় মাদক ব্যবসাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সহ–সভাপতি শাহিন কাদিরের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মামুনের নেতৃত্বে এলাকাজুড়ে গড়ে উঠেছে একটি সংগঠিত মাদক নেটওয়ার্ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। ভাইরাল ছবিটিতে মামুনের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তিনি দাবি করেছেন, ছবিটি তার নয় এবং এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ছড়ানো হয়েছে। তবে স্থানীয়দের অনেকে বিষয়টি “অস্বীকারযোগ্য নয়” বলে মন্তব্য করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মামুন ও তার অনুসারীরা এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। তাদের নেটওয়ার্কটি অত্যন্ত সংগঠিত ও সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়। ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা গ্রুপ কমিশন ভিত্তিতে মাদক বিক্রির কাজ করে।
অভিযোগ রয়েছে, মামুনের নেতৃত্বে এই নেটওয়ার্ক থেকে বিয়ার, ফেনসিডিল, গাজা ও ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য নিয়মিতভাবে সরবরাহ করা হয়। স্থানীয়দের দাবি, মামুনের রাজনৈতিক প্রভাব ও তার ভাই বিএনপি নেতা শাহিন কাদিরের আশ্রয়েই এই অবৈধ ব্যবসা এতদিন নির্বিঘ্নে চলেছে।
অভিভাবকদের উদ্বেগ : “তরুণ প্রজন্ম ধ্বংসের পথে”
উত্তর নরসিংপুর এলাকার একাধিক অভিভাবক বলেন, “আমাদের এলাকার তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন যুবক মাদকের ফাঁদে পা দিচ্ছে। প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে এলাকা অচিরেই মাদকসেবী ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে।”
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
স্থানীয় সচেতন মহল জানিয়েছে, শুধু খুচরা বিক্রেতাদের ধরলে সমস্যার সমাধান হবে না—মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে। নইলে এলাকায় বড় ধরনের সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া উচিত নয়। বিএনপির স্থানীয় নেতৃত্বের প্রতি তাদের আহ্বান—দলের ভাবমূর্তি রক্ষায় মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংক্ষেপে:
কাশিপুর ইউনিয়নে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে বিএনপি নেতা শাহিন কাদিরের ভাই মামুনের মাদক ব্যবসা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের সক্রিয় পদক্ষেপ ও রাজনৈতিক নেতৃত্বের কঠোর অবস্থানই পারে এই পরিস্থিতি থেকে এলাকা উদ্ধার করতে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত