যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আহত জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দীন মারা গেছেন। রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে তিনি মারা যান। আজ সোমবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।
চিকিৎসকরা জানান, নারায়ণগঞ্জের এই আহত যোদ্ধা গুলিতে এক চোখ হারিয়েছিলেন।
শরীরের আরো কয়েক স্থানে ছিল একাধিক স্প্লিন্টার। তার গলায় আটকে থাকা একটি স্প্লিন্টার, যা অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, সেখান থেকে সৃষ্ট শ্বাসকষ্টেই তিনি মারা যান।
নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাড. আব্দুল্লাহ আলামিন জানান, আজকে আমরা আহত এক জুলাইযোদ্ধাকে হারালাম। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবসময় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ পূর্বেও রেখেছিলাম, ভবিষ্যতেও রাখব।
এর আগে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটি মুদি দোকান করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে তিনি আর নেই।
জুলাই ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘অল্প কিছুদিন আগেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের আওতায় তাকে একটি মুদি দোকান দেওয়া হয়েছিল—জীবনটা নতুনভাবে শুরু করার আশায়। কিন্তু মৃত্যুর নিষ্ঠুরতা তাকে কেড়ে নিল।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত