কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব-১৫। উদ্ধারকৃতদের একজন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা নাগরিক। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে|
কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব-১৫। উদ্ধারকৃতদের একজন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা নাগরিক। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে|
র্যাব জানায়, উদ্ধার ভুক্তভোগী ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচারকারী চক্রের সদস্যদের নাম সনাক্ত করা হয়েছে। তারা হলেন, সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার মো. খলিল (৪৫), তার ছেলে রাশেদুল ইসলাম (২০), স্ত্রী জাহানারা (৪১) , টেকনাফ সদরে হাতিয়ারঘোনা, করাচিপাড়া এলাকার আব্দুল্লাহ মেম্বার (৩৫), আব্দুল (২৬), আব্দুর রশিদ (২৮), তার ভাই শহিদুল্লাহ (২২), ওসমান গণি (২৬) ও ইয়াকুব (৩৫)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম ফারুক আরো জানান, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের আইনী কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের রুজু করা হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত