1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে বিজেসি’র সাবেক শ্রমিক ও কর্মচারীরদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“ভূমি দাও, ঘর দাও”- এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজেসি) সাবেক শ্রমিক ও কর্মচারীরা।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বিজেসি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাবেক শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লীজিগণদের দখলে থাকা প্রায় ৪ একর জমি হস্তান্তর এবং ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে বিজেসি প্রেস হাউজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

সাবেক বিজেসি শ্রমিক-কর্মচারী ও ক্ষুদ্র লীজিগণ পুনর্বাসন কমিটির সভাপতি আমান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কর্মচারী হাজী মো. জয়নাল আবেদীন, সাবেক কর্মচারীর সন্তান জাহাঙ্গীর হোসেন রাজু এবং ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেয়াকত আলী লেকু।

মানববন্ধনে হাজী জয়নাল আবেদীন বলেন, “আমি ১৯৬১ সালে বিজেসিতে চাকরিতে যোগ দিই এবং আজও এর সঙ্গে যুক্ত আছি। এখানে যারা থাকেন, তারা সবাই ছিন্নমূল মানুষ। ১৯৯৩ সালে বিজেসি বিলুপ্ত হওয়ার পর থেকে আমরা কেউ বিনা ভাড়ায় থাকিনি, সবাই ভাড়া পরিশোধ করে বসবাস করছি। এখন বিজেসি যদি আমাদের এই বাসস্থান অন্যত্র হস্তান্তর করে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের বিকল্প জায়গা করে না দিলে উচ্ছেদ করা মানবিক হবে না।”

জাহাঙ্গীর হোসেন রাজু বলেন, “এখানে বসবাসরত সবাই নিয়মিত ট্যাক্স ও ভাড়া পরিশোধ করে আসছেন। অতীতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, যারা বিজেসিতে কাজ করেছেন, তারা এই বাড়ি-ঘর লিজে পাবেন। তাই আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করছি- এই শ্রমিক ও ভূমিহীনদের উচ্ছেদ করবেন না। যদি জমি বিক্রি করতে হয়, তাহলে সরকারি নির্ধারিত মূল্যে আমাদেরকেই অগ্রাধিকার দেওয়া হোক।”

বক্তারা আরও বলেন, “বিগত সরকার কখনোই শ্রমিক বা গরিব মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করেনি। বর্তমান সরকারকেও আমরা অনুরোধ করছি, গরিব মানুষের ঘরে আগুন দেবেন না, বরং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট