1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

জেলা কেন্দ্রীয় জামে মসজিদে আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ করলো ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শিল্পনগরী নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসুল্লিদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। প্রায় ছয় দশক আগে প্রতিষ্ঠিত শহরের প্রাণকেন্দ্রের এই মসজিদে এতদিন পর্যন্ত মুসুল্লিদের জন্য স্বাস্থ্যসম্মত অজুখানা বা পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা ছিল না।

শুক্রবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসক মিঞা ১৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে আধুনিক ওয়াশ ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মসজিদটির অবস্থান আদালত চত্বর ও একাধিক বিপণিবিতানের সন্নিকটে হওয়ায় যোহরের নামাজের সময় অজু বা বাথরুম ব্যবহারের জন্য বিচারক, আইনজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মুসুল্লিদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। জরুরি প্রয়োজনে অনেকে পার্শ্ববর্তী জেলা আইনজীবী সমিতির শৌচাগার ব্যবহার করতেন।

দীর্ঘদিন ধরে মসজিদ কমিটি নিয়ে রাজনৈতিক বিরোধ চলায় প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন থমকে ছিল। এই পরিস্থিতিতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় গণ্যমান্যদের অনুরোধে পদাধিকারবলে জেলা প্রশাসককে সভাপতি করে নতুন মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের মাত্র সাত দিনের মাথায় তিনি মসজিদ উন্নয়নে কাজ শুরু করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সমবেত মুসুল্লিদের উদ্দেশে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক হিসেবে এই জেলায় যোগ দেওয়ার পরে আমাকে মসজিদের সার্বিক বিষয় জানানো হয়েছিল। আমাদের সামর্থ্য সীমিত হলেও আমি ইতিমধ্যে ১৫ লক্ষ টাকা বরাদ্দ এনেছি মুসুল্লি ভাইদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করার উদ্দেশ্যে। আমি আগামীতেও এখানে কত বরাদ্দ দেওয়া যায় সেটা চেষ্টা করব। আগামী মাসেই আরেকটি বরাদ্দের জন্য আবেদন করব,” —যোগ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট