1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে দুইশত পিস ইয়াবাসহ মোসলেম উদ্দিন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাতে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

গ্রেফতার মোসলেম উদ্দিন জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকার মৃত দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে।

ওসি জানান, তার দেহ তল্লাশিতে চারটি জিপারের ভেতর দুইশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল জালকুড়ি এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মোসলেম উদ্দিন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সে পালানোর চেষ্টা করে, তবে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার লুঙ্গির ভেতর লুকানো চারটি জিপারে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছেন।

ওসি শাহিনুর আলম আরও জানান, “আমাদের নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট