
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মহাসিন (৫১)। তিনি বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার আলীনূর মিয়ার ছেলে।
বুধবার (২২ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে বন্দর থানার পূর্ব ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহাসিন দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার পূর্ব ফুলহরসহ বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মহাসিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।