1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় আগুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও মেঘনা গ্রুপের নিজস্ব পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেশ চিনির কারখানার একটি সাইলোতে হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পাশের আরও কয়েকটি সাইলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কারখানার কর্মচারী সজল সরকার জানান, “সীড ক্যারেসিন সাইলো থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত অন্য সাইলোতেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওসমান গণি বলেন, “মেঘনা গ্রুপের চিনি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও উৎস তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট