যুগের নারায়ণগঞ্জ:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫৩ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন শিক্ষার্থী। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯৪৫ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬২৪ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ২৩ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এইচএসসিতে ২১ হাজার ৭৭৮ জন, আলিমে ৯১৩ জন এবং ভোকেশনাল শাখায় ৪৭৫ জন ছিল।
এ বছর উত্তীর্ণ হয়েছে মোট ১২ হাজার ৪০০ জন। এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৫২ শতাংশ (১১ হাজার ৩৬১ জন), আলিমে ৮০ শতাংশ (৭৩৫ জন) এবং ভোকেশনালে ৬৪ শতাংশ (৩০৪ জন)।
অন্যদিকে ফেল করেছে ১০ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী, যা মোট অংশগ্রহণকারীর ৪৭ শতাংশ। এর মধ্যে এইচএসসিতে ফেল করেছে ৪৮ শতাংশ, আলিমে ২০ শতাংশ এবং ভোকেশনালে ৩৬ শতাংশ শিক্ষার্থী।
২০২৪ সালে জেলার মোট পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৩৪১ জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১৭ হাজার ১৯১ জন এবং জিপিএ-৫ পেয়েছিল ৯৪৬ জন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত