1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

দেশ ও রাষ্ট্রের স্বার্থে সর্বোচ্চ সেবা দিতে হবে-ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গ্রিন অ্যান্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় জেলা পরিষদের উদ্যোগে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আগত রোগীদের সুবিধার্থে ১টি সেল কাউন্টার ও ২টি পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর করেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

জেলা প্রশাসক হাসপাতাল চত্বরে ৪০টি বৃক্ষরোপণ করেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ পরিদর্শন করে সামগ্রিক চিত্র অবলোকন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “আমরা সরকারি হাসপাতালে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। ডাক্তারদের ওভারলোডড অবস্থায় সেবা দিতে হচ্ছে, কিন্তু যারা আসে তারা আমাদের ভাই-নিকটাত্মীয়। তাদের দেশ ও রাষ্ট্রের স্বার্থে সর্বোচ্চ সেবা দিতে হবে।” এছাড়া ডেঙ্গু চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে নিজ নিজ দায়িত্বে কাজ করার আহ্বান জানান।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট