1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ডেঙ্গু প্রতিরোধে জেলা শিক্ষা অফিসারকে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি পরিচালনা করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলার আদর্শ সরকারি বালক-বালিকা ও অন্যান্য বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনের অংশ হিসেবে জেলা শিক্ষা অফিসারের কাছে ৪ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা কমিটির সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ৪২নং আদর্শ সরকারি বালক-বালিকা বিদ্যালয়, ৪৩নং আদর্শ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাম্পেইন পরিচালনা করে। বিদ্যালয় প্রাঙ্গণে নাসিক কর্মীদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিটি বিদ্যালয় থেকে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার দল গঠন করা হয়, যারা স্কুল, এলাকা ও পরিবারের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেবে।

জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ জেলা বর্তমানে ডেঙ্গু মহামারির রেড জোনে রয়েছে। প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে কাজ করলে এই সংকট দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী টিম গঠন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি।”

জেলা শিক্ষা অফিসারের নিকট প্রদত্ত ৪ দফা দাবিসমূহ হলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালন। বিদ্যালয় ও কলেজগুলোতে জমে থাকা পানি অপসারণ ও মশক নিধন কার্যক্রম নিয়মিত পরিচালনা। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধ স্বেচ্ছাসেবী টিম গঠন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন।

সাইদুর রহমান বলেন, “শিক্ষার্থী ও তরুণ সমাজের নেতৃত্বেই ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন সফল হতে পারে। যারা সক্রিয়ভাবে কাজ করবে, তাদের জন্য জেলা কমিটির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা থাকবে।”

ক্যাম্পেইন শেষে প্রতিনিধি দল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশগত অবস্থার উন্নয়নে সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট