যুগের নারায়ণগঞ্জ:
অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও এর আলোকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে খেলাফত মজলিস।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে স্মারকলিপি তুলে দেন খেলাফত মজলিসের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সাধারণ সম্পাদক ও ৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করিম মিন্টু, ফতুল্লা থানা সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, আবু বকর সিদ্দিক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, এবং শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি কাউসার আহমদ সরকারসহ অন্যরা।
উল্লেখ্য, ৬ দফা দাবি বাস্তবায়নে খেলাফত মজলিস কেন্দ্রীয়ভাবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে- ক) ১৪ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে মানববন্ধন (ঢাকায় যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত)। খ) ১৫ অক্টোবর দেশের সকল জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত