যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জের তেল চুরি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, জবরদখল, ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণসহ সাধারণ মানুষকে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকার বিএনপি নেতা অকিল উদ্দিন ভূইয়া ও তার ছেলে আলী ইউসুফ ভূইয়া সম্রাটের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, থানা পুলিশের একাংশকে ম্যানেজ করেই তারা দীর্ঘদিন ধরে এসব অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অকিল উদ্দিন ভূইয়াকে ইতোমধ্যে থানা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও ভূক্তভোগীদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর থেকে পুরো সিদ্ধিরগঞ্জ এলাকার নিয়ন্ত্রণ নেয় এই পিতা-পুত্র।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে অকিল উদ্দিন ভূইয়া এবং তার ছেলে আলী ইউসুফ ভূইয়া সম্রাট দলীয় পরিচয় ব্যবহার করে এলাকাব্যাপী প্রভাব বিস্তার করে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের পদ্মা ডিপো শাখার সভাপতি আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদের অফিস দখল করে নিয়েছেন সম্রাট। এ বিষয়ে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সি ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অন্যদিকে, অকিল উদ্দিন ভূইয়া নিজে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির গোদনাইল শাখার সভাপতি পদে আসীন হয়েছেন। তার ছেলে সম্রাটকে দপ্তর সম্পাদক বানানো হয়েছে। ঐ কমিটিতে আরও রয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ কয়েকজন নেতা—যাদের মধ্যে রয়েছেন মোসলেম উদ্দিন, আব্দুল জব্বার, দেলোয়ার হোসেন ভূইয়া ও ইয়ার হোসেন ভূইয়া। বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের নিয়ে গঠিত এই সমিতির কমিটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
জুলাই অভ্যুত্থানের পর থেকে অকিল উদ্দিন ভূইয়া ও তার ছেলে বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ। তারা গোদনাইল মীরপাড়া এলাকায় খোরশেদ মিয়া নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়া ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল ও সাবেক চেয়ারম্যান শাহ আলমের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটিয়েছে তারা।
শীতলক্ষা নদীর পাড়ে চোরাই তেলের ব্যবসা নিয়ন্ত্রণ, ড্রেজার থেকে মাসিক চাঁদা আদায়, স্থানীয় ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এই পিতা-পুত্রের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তাকে ম্যানেজ করেই অকিল উদ্দিন ভূইয়া ও তার ছেলে সম্রাট গোদনাইল ও সিদ্ধিরগঞ্জ এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ এখন চরম ভয়ে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত