1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

ডেঙ্গুকে মহামারি ঘোষণা ও প্রতিরোধে কর্মসূচি ছাত্র ফেডারেশনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

ডেঙ্গুকে জাতীয় মহামারি ঘোষণা ও এর কার্যকর প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (১২ অক্টোবর) জেলা কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে জেলা সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এ দাবি ও কর্মসূচির ঘোষণা দেন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গুর প্রকোপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনের দায়িত্বে অবহেলা, গাফিলতি ও কার্যকর পদক্ষেপের অভাবেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সময়মতো মশকনিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম না হওয়ায় জনগণ আজ প্রাণঘাতী ডেঙ্গুর মুখোমুখি।”

তারা আরও বলেন, “ডেঙ্গু মোকাবেলায় প্রশাসনের রয়েছে দায়িত্ব ও কর্তব্য, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো যদি দায়িত্বজ্ঞানহীন থাকে, তবে সেই ব্যর্থতার দায় প্রশাসনকেই নিতে হবে। একইসাথে নাগরিকদেরও হতে হবে সচেতন। ছাত্র সমাজকে এগিয়ে এসে সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে।”

ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জেলা জুড়ে একটি ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে- জেলার বিভিন্ন স্কুল ও কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা, ছাত্র ফেডারেশনের স্বেচ্ছাসেবী টিম গঠন করে লার্ভা ধ্বংসে কাজ করা, পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা বৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন এবং স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সঙ্গে সমন্বয় করে ডেঙ্গু বিরোধী গণআন্দোলন গড়ে তোলা।

জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধ কোনো একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। প্রশাসনের ব্যর্থতা ও গাফিলতির বিরুদ্ধে গণদাবি তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের অব্যবস্থাপনা আর না ঘটে। প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই পারে এই মহামারি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট