1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

উদ্ধার ৬১টি হারানো মোবাইল মালিকদের হাতে হস্তান্তর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা হারানো ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই মোবাইলগুলো হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

পুলিশ জানায়, জেলা পুলিশের আইসিটি শাখার একটি টিম হারানো মোবাইল সংক্রান্ত বিভিন্ন সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে ফোনগুলো উদ্ধার করে। পরে প্রকৃত মালিকদের যাচাই-বাছাই শেষে মোবাইলগুলো ফেরত দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তার সঙ্গেও এটি গভীরভাবে যুক্ত। অনেকেই টাকা হারানোর চেয়ে মোবাইল হারালে বেশি কষ্ট পান, কারণ এতে থাকে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ও ব্যাংক সংক্রান্ত ডেটা।”

তিনি আরও বলেন, “মোবাইল হারালে সঙ্গে সঙ্গে থানায় সাধারণ ডায়েরি করতে হবে। জিডির কপি আইসিটি শাখায় জমা দিলে আমাদের টিম মোবাইল উদ্ধারে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট