1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে কৃষকদলের লিফলেট বিতরন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই প্রচারণা চালানো হয়। সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড, মৌচাক মদিনা মসজিদ, মিজমিজি চৌধুরীপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ভোটারদের হাতে লিফলেট তুলে দেন।

২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন, সাবেক যুগ্ম-আহ্বায়ক সেন্টু বেপারী, সাবেক সদস্য হাবিবুর রহমান খাঁন ও সেলিম মিয়া।

এছাড়াও ২নং ওয়ার্ড কৃষক দলের সহ-সভাপতি মাহফুজুর রহমান ও জসিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক শামীম, দপ্তর সম্পাদক মামুন রহমান হিৃদয়, ৩নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ৪নং ওয়ার্ড কৃষক দলের সহ-সভাপতি খলিল খাঁন সহ স্থানীয় কৃষকদল নেতা আতিক, আলমগীর, রাতুল ও জনি প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।

নেতাকর্মীরা জানান, সাবেক এমপি গিয়াস উদ্দিনের নির্দেশনায় তারা এলাকার সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট