1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বন্দরে যুবককে পিটিয়ে হত্যা: মূল পরিকল্পনাকারীসহ ২ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

বন্দর এলাকার বারইপাড়ায় পাওনা টাকা চাওয়ায় বিচার সালিসি বৈঠকের মধ্যেই আলমগীর হোসেনকে হাতুড়ি পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার মূল পরিকল্পনাকারী জুয়েলও রয়েছেন। অন্যজন হলেন ১৮ নং আসামি আকিব ইবনে রাতুল।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

পুলিশ সুপার জানান, গত ৩ অক্টোবর বারইপাড়া এলাকার সালিসি বৈঠক চলাকালীন পূর্ব পরিকল্পিতভাবে আলমগীর হোসেনকে হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত আলমগীরের বোন বাদী হয়ে এই ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জন্য মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জুয়েল এবং আকিব ইবনে রাতুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল পরিকল্পনাকারী জুয়েল স্বীকার করেছেন, পাওনা টাকা নিয়ে বিরোধের কারণেই তিনি আলমগীরকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পিবিআই জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট