যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১২টার দিকে ফতুল্লার উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনের একটি নির্জন জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ড্রামের মুখ বন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতর থেকে লাশ উদ্ধারের কার্যক্রম অব্যাহত রেখেছে।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত