1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

র‍্যাবের ওপর হামলা করে শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, ৬ সহযোগী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাবের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ছয়জন ঘনিষ্ঠ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর মহানগর থানাধীন চান্দুরা বড়বাড়ি এলাকায় র‍্যাব-১১ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে র‍্যাব-১১’র কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন সজীব (১৯), হাফিজ শেখ (২৩), কল্পনা বেগম (২৯), আমিনুল ইসলাম (৩৪), আকবর (২০) ও শামীম মিয়া (২৬)। সবাই সিদ্ধিরগঞ্জের আটি ও হাউজিং ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা এবং সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫টি স্মার্টফোন, কয়েকটি বাটন ফোন, একটি খেলনা পিস্তল, দুটি ড্রাইভিং লাইসেন্স ও চারটি সাবল উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছ থেকে সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-১১ এর কাছে অধিযাচন পত্র পাঠায়। এরই প্রেক্ষিতে র‍্যাব-১১ সাহেব আলীকে গ্রেপ্তারে অভিযান চালালে সে ও তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে র‍্যাবের কয়েকজন সদস্যকে গুরুতর আহত করে। আহত সদস্যদের পরবর্তীতে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট