1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

রূপগঞ্জে দেশীয় পিস্তলসহ এনামুল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

রূপগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সক্রিয় থাকা এক যুবককে দেশীয় পিস্তল ও একটি সুইচ গিয়ার চাকুসহ আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান করা হয় বলে জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাঝিনা এলাকা থেকে মো. এনামুল হক (১৯) নামে এক যুবককে আটক করা হয়। সে পেরালের ছেলে। তল্লাশির পর তার কাছ থেকে বেশ কিছু অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে, দেশীয় তৈরি পিস্তল: ৯.৫ ইঞ্চি লম্বা, ফায়ারিং পিন যুক্ত। সুইচ গিয়ার চাকু: ৯ ইঞ্চি লম্বা ধারালো অস্ত্র। একটি আইটেল কোম্পানির পুরাতন স্মার্টফোন (সিম জব্দ করা হয়েছে)।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোক্তার হোসেন জানান, গ্রেপ্তারকৃত যুবক এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র বহন করে আসছিল এবং স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাকে আটকের মাধ্যমে এলাকার নিরাপত্তা জোরদার হলো।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এনামুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট