1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

বন্দরে মাদক সম্রাট কালা ফারুক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে ২০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক সম্রাট কালা ফারুককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফারুকের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরদিন সোমবার (৬ অক্টোবর) দুপুরে বন্দর থানার উপপরিদর্শক আব্দুল মোতালেব ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে ফারুককে আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, কালা ফারুক দীর্ঘদিন ধরে মদনগঞ্জ ও আশপাশ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট