যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
শনিবার (৪ অক্টোবর) রাতের দিকে রাস্তার পাশ থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক র্যাব কাউকে আটক করতে পারেনি।
শনিবার (৪ অক্টোবর) রাতের দিকে রাস্তার পাশে এসব অস্ত্র ও বস্তু উদ্ধার করা হয়।
র্যাব-১১ ব্যাটালিয়নের সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ১ নম্বর বাবুরাইল এলাকার শেষ মাথায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
তিনি বলেন, বোমাসদৃশ বস্তু দুটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’-কে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি কে বা কারা এসব অস্ত্র ও বোমাসদৃশ বস্তু সেখানে ফেলে গেছে, তা জানতে একাধিক টিম মাঠে কাজ করছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত