1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

রূপগঞ্জে সাবেক মন্ত্রীর স্থাপনা দখল করে বিএনপি কার্যালয় গঠনের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী  এলাকায় ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের স্থাপনা দখল করে বিএনপি কার্যালয় গঠন করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (৪ অক্টোবর) রূপসীর আফতাব গেইট সংলগ্ন ওই স্থাপনায় তারাব পৌর বিএনপির সভাপতি তাপসিফ হক ওসমান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর উদ্যোগে দোয়া প্রার্থনার নাম করে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করার সকল প্রস্তুতি গ্রহণ করেছে ।

এমন ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা অভিযোগ করছেন, সরকারের একজন সাবেক মন্ত্রীর স্থাপনা দখল করে রাজনৈতিক কার্যালয় গঠন করায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপির অনেক নেতাকর্মীই এ ঘটনাকে ‘বিতর্কিত ও অনৈতিক পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, এই পুরো প্রক্রিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হাজীর প্রত্যক্ষ মদদ রয়েছে। তার নেতৃত্বেই এমন ভিন্নধর্মী কার্যক্রম ঘটছে বলে অনেকে দাবি করেছেন।

এ বিষয়ে তারাবো পৌর বিএনপির সভাপতি আসিফ ওসমান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে রূপগঞ্জ এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট