1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের তৎপরতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (১ অক্টোবর) সারাদিন তিনি উপজেলার ৩৪টি পূজা মণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি সরেজমিন খোঁজখবর নেন— কোথাও নিরাপত্তার ঘাটতি রয়েছে কি না, দায়িত্ব পালনে অবহেলা হচ্ছে কি না, অথবা জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে কি না। তার এমন দায়িত্বশীল উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে তাকে সোনারগাঁয়ের প্রকৃত “অভিভাবক” হিসেবে অভিহিত করছেন।

ইউএনও ফারজানা রহমানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সাধারণ মানুষের প্রত্যাশাও।

এই তদারকিতে তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর অঞ্চল ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানা পুলিশ ও আনসার বিডিপি কর্মকর্তারা।

উপজেলার বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী পূজা মণ্ডপ, পঞ্চমীঘাট পোদ্দারবাড়ী পূজা মণ্ডপসহ সবগুলো মণ্ডপেই ইউএনও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। যেকোনো প্রয়োজনে তিনি নিজে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন, ইউএনও’র নিরলস তদারকির কারণে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট