যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন মণ্ডপে পূজার আয়োজনে আর্থিক ও সামগ্রিক সহযোগিতা প্রদান করেন তিনি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ওয়ার্ডের জামতলা, গলাচিপা কুড়িপাড়া মন্দির, মেট্রো সিনেমা হলের সামনে (কুমুদিনী বাগানবাসী), আমালাপাড়া ও মাসদাইর এলাকায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে উপহার তুলে দেন খোরশেদ।
এসময় তিনি বলেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি চান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ গড়ে উঠুক। আমরা সবাই মিলে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।”
কুড়িপাড়া লোকনাথ মন্দির প্রসঙ্গে খোরশেদ জানান, বিএনপি সরকার আমলে এ মন্দিরের উদ্বোধন করানো হয়েছিল। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে মন্দিরের নতুন ভবনও উদ্বোধন করা হবে।
কুমুদিনী বাগান ইস্যুতে তিনি বলেন, “আমরা চেষ্টা করেছিলাম এলাকা বাঁচিয়ে রাখতে, কিন্তু আমাদের চেষ্টাকে ব্যর্থ করা হয়েছে। শেখ হাসিনাও রাজীব সাহার পক্ষে ছিলেন। এখন হাসপাতাল না করে সেটি ভাড়া দেওয়া হচ্ছে। আপনারা আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা ক্ষমতায় এলে আপনাদের বাসস্থান ফিরিয়ে আনার চেষ্টা করব।”
এসময় বিএনপি নেতা শাহজাহান খন্দকার, আনোয়ার মাহমুদ বকুল, মজিবুর রহমান সরকার, মো. হাসান, রিগেন, রনি, নির্ঝর, মুন্সি রানা, ওসমান গণি, মো. ইমন, মো. মিঠু, ফারুক মাল, মহিউদ্দিন শুভ, মো. মোশারফ, মাসুদ আহমেদ, শামীম, জুলহাস, পারভেজ, নিপু, রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত