যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে ৩টি যানবাহন থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যানবাহনের অবৈধ ৩টি হর্ন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বন্দর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি। অভিযানে সহায়তা করে বন্দর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শব্দদূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত