
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ১০নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দের কাছে ৬টি পূজা মণ্ডপের জন্য ৩০০ কেজি পোলাউর চাল ও ৬০ কেজি মুগডাল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী বিতরণ করেন ১০নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- ১০নং ওয়ার্ড সভাপতি আনিস সিকদার, সহ-সভাপতি মফিজল মিয়া, সাধারণ সম্পাদক জামাল প্রধান, সাংগঠনিক সম্পাদক মুক্তার ভূঁইয়া, প্রচার সম্পাদক জসিম মিয়া, অর্থ-সম্পদ বিষয়ক নেতৃবৃন্দ আব্দুল রাজ্জাক, তাজুল ইসলাম, মামুন মিয়া, নজরুল ইসলাম, দেলোয়ার মিয়া, মফিজ মিয়া, আব্দুল মতিন প্রমুখ।