যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলার আহ্বায়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু জাফর, সংগ্রাম পরিষদ সিলেট মহানগর আহ্বায়ক প্রণব জ্যোতি পালসহ চারজন গ্রেফতারকৃত শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনরত রিকশা শ্রমিকদের দাবি বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক এস এম কাদিও, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এবং রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী হাসনাত কবীর।
নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সিলেটে সংগ্রাম পরিষদ শান্তিপূর্ণভাবে রিকশা শ্রমিক সমাবেশ করে। সমাবেশ শেষে আবু জাফর ও প্রণব জ্যোতি পাল শ্রমিকদের সঙ্গে সংগঠনের কার্যালয়ে বৈঠক করছিলেন। ওই সময় পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের কথা বলে তাদের ডেকে নিয়ে গিয়ে বিনা ওয়ারেন্টে গ্রেফতার, কোর্টে চালান এবং দ্রুত বিচার আইনে মিথ্যা মামলায় জেলে প্রেরণ করা হয়। যা পুলিশের নিপীড়নমূলক চরিত্রের বহিঃপ্রকাশ।
নেতারা আরও বলেন, সংগ্রাম পরিষদ দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বৈধকরণে আট দফা দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা-২০২৪’ এবং ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ খসড়া প্রণয়ন করেছে। কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান না করে সিলেটের পুলিশ প্রশাসন দমন-পীড়নের পথ বেছে নিয়ে নতুন সংকট তৈরি করছে।
বক্তারা প্রশ্ন তোলেন- প্রশাসন কি শুধু সড়কে যান চলাচল নির্বিঘ্নে করতে ব্যাটারি রিকশা উচ্ছেদে নেমেছে, নাকি বিশেষ কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে? নাকি বিগত সরকারের আমলে গড়ে ওঠা দুর্নীতি-চাঁদাবাজির সিন্ডিকেটকে আবার সক্রিয় করার চেষ্টা চলছে?
সমাবেশ থেকে অবিলম্বে আবু জাফর, প্রণব জ্যোতি পাল, সৈকত ও রণির নিঃশর্ত মুক্তি এবং দ্রুত বিচার আইনে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।