যুগের নারায়ণগঞ্জ:
চলাচলের অনুপযোগী হয়ে পড়া ফতুল্লার পোস্ট অফিস-শিবু মার্কেট সড়কটি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় সংস্কার করে দিয়েছেন শ্রমিক দল নেতা বাদল প্রধান। এতে অটোরিকশা, মিশুক, সিএনজি, কাভার ভ্যানসহ সব ধরনের যানবাহনের চালক ও স্থানীয়দের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হয়েছে।
দীর্ঘদিন ধরে ফতুল্লা রেললাইন বটতলা থেকে শিবু মার্কেট বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটিতে অর্ধশতাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন ও পথচারীদের দুর্ভোগ চরমে ওঠে। বৃষ্টির সময় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। পানিতে তলিয়ে থাকা গর্তে প্রতিদিনই কোনো না কোনো যানবাহন দুর্ঘটনার শিকার হতো। এমনকি পথচারীরাও নিরাপদে হেঁটে চলতে পারছিলেন না। স্থানীয় গণমাধ্যমে একাধিকবার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেয়নি।
অবশেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সহযোগিতায় বাদল প্রধান স্থানীয় শ্রমিকদের নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ইটের টুকরো ও বালু ফেলে ছোট-বড় গর্তগুলো ভরাট করেন। এতে সড়কটি অনেকটাই চলাচলের উপযোগী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, সংস্কারের ফলে তাদের দুর্ভোগ অনেকটা কমবে। নানা শ্রেণি-পেশার মানুষ বাদল প্রধান ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত