যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে মহাসপ্তমীতে রূপগঞ্জের পর বন্দর উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে তিনি বন্দর উপজেলার শ্রী শ্রী ব্রহ্মময়ী মন্দির ও উপাসনালয়, শ্রী শ্রী দুর্গা মন্দির পঞ্চায়েত কমিটি, শ্রী শ্রী লক্ষাকালী মন্দির ও রাজাঘাট বেনী মাধব ব্রহ্মচারী সমাধি মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি মণ্ডপ কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “যখন কোনো উৎসব হয়, সেটি কিভাবে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখি। এ লক্ষ্যে সভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করে।”
তিনি আরও বলেন, “পরিদর্শনের আগে যেমনটা ভেবেছিলাম, এসে দেখি তার থেকেও সুন্দর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। দেখে মনে হয়েছে, আমাদের দেশের মানুষ সকল ধর্মের উৎসবকে আনন্দঘন পরিবেশে পালনে এগিয়ে এসেছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।”
জেলা প্রশাসক বলেন, “জেলার প্রতিটি অনুষ্ঠান এবং প্রতিটি মানুষের কল্যাণে আমার দায়িত্ব রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের স্বার্থে কাজ করেন- আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট।”
তিনি আরও যোগ করেন, “আপনাদের মধ্যে যে উদ্দীপনা লক্ষ্য করেছি, সেটিই আমাদের বাংলাদেশ। আমরা যে সম্প্রীতির মধ্যে বসবাস করি, তা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। পূজা মণ্ডপ তৈরির শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি।”
এসময় উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মো. তারিকুল ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী শ্রী লক্ষাকালী মন্দিরের সভাপতি শ্রী গোবিন্দ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, শ্রী শ্রী দুর্গা মন্দির পঞ্চায়েত কমিটির সভাপতি মনিরাম দাস, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, শ্রী শ্রী লক্ষাকালী মন্দিরের সহ-সভাপতি আক্তারাম চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস এবং রাজাঘাট বেনী মাধব ব্রহ্মচারী সমাধি মন্দির কমিটির সভাপতি দিলীপ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস।
: