যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা আখিল উদ্দিন শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মধ্যনগর এলাকার মৃত মুনসুর আলী শিকদারের ছেলে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান একই মামলার আরেক আসামি ইউপি সদস্য মহিউদ্দিন ভূঁইয়া।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী পালিয়ে গেলে পরিষদের কার্যক্রম অচল হয়ে পড়ে। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়টি ঘিরে মেম্বারদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। সে সময় আখিল উদ্দিন প্যানেল চেয়ারম্যান-১ থাকা সত্ত্বেও রশিদ মেম্বার কোটি টাকার বিনিময়ে নতুন প্যানেল গঠন করে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বসান।
উল্লেখ্য, রশিদ মেম্বারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামি এবং চেয়ারম্যান হওয়ার আগে ও পরে দু’বার গ্রেপ্তার হন। তার পর এবার গ্রেপ্তার হলেন আখিল উদ্দিন মেম্বার।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আখিল উদ্দিনকে পুলিশের একটি টিম গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে, তা যাচাই করা হচ্ছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত