1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় দলিত সম্প্রদায়ের মানুষের মধ্যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

স্থানীয় এ সম্প্রদায়ের মাঝে টানা চতুর্থ বারের মতো উপহার পৌঁছে দিয়েছেন তিনি। তার এ উদ্যোগ সম্প্রদায়ের সকলের মুখে হাসি ফুটিয়েছে। উল্লেখ্য, সদ্য সাবেক নাসিক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের তত্ত্বাবধানে গত চার বছর ধরে দলিত সমাজের দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) শহরের রবিদাস পাড়া লেনে দলিত সম্প্রদায়ের পূজামণ্ডপে এই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও বিভিন্ন সহযোগিতা নিয়ে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেন খোরশেদ।

উদ্বোধনী বক্তব্যে খোরশেদ বলেন, “গত চার বছর ধরে এখানে দলিত সম্প্রদায়ের লোকেরা পূজার আয়োজন করে। তারা নিজেদের সামাজিক অবস্থার কারণে আনন্দ উৎসব থেকে বঞ্চিত হয়। আমি মনে করি, মালিকের যেমন উৎসব করার অধিকার আছে, তেমনি সবচেয়ে গরিব মানুষেরও আনন্দ উৎসব করার অধিকার রয়েছে। এখানে আশেপাশের বিত্তবান ও দানশীলদের সহায়তায় তারা দুর্গোৎসব উদযাপন করে। আমরা সাজসজ্জা থেকে শুরু করে সব দিকেই ধীরে ধীরে উন্নয়ন করার চেষ্টা করছি। আগামী বছরে আমরা আরও বৃহৎ পরিসরে এটি করার চেষ্টা করবো।”

এসময় রামকৃষ্ণ মিশনের স্বামী একনাথনন্দ মহারাজ বলেন, “প্রতিমায় পূজা হয়, কিন্তু জীবন্ত মানুষেরও পূজা হয়। এই জীবন্ত মানুষদের পূজার ব্যবস্থা করায় খোরশেদ ভাইকে আমার প্রাণঢালা অভিনন্দন। প্রতিটি মায়ের মধ্যে মা দূর্গা বিরাজমান। খোরশেদ ভাই সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখেন।”

উপস্থিত ছিলেন ডা. আশীষ কুমার দে, বিশ্বজিত সাহা, বুরাণ মুখার্জি, মহানগর কৃষক দলের সহ-সভাপতি রানা মুজিব, শওকত খন্দকার, মোঃ মিঠু, মাসুদ আহমেদ, ইমন, নাঈম মোল্লা, ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ এর জাহিদ হাসান, মোঃ রনি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট