1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

ঢাক, উলুধ্বনি, শঙ্খনাদ আর কাসর ঘণ্টায় মুখরিত নারায়ণগঞ্জের মন্দির ও পূজামন্ডপ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভে ষষ্ঠী পূজা শুরু হয়। এর আগে ভোর থেকে চলতে থাকে পূজার সরঞ্জামাদি সাজানোর কাজ।

ষষ্ঠীর দিন স্বামীর ঘর কৈলাশ ছেড়ে মর্ত্যে তার পিতৃগৃহে পদার্পণ করলেন দেবী। এ আগমনে তার সঙ্গে রয়েছেন চার ছেলেমেয়ে গণেশ, কার্তিক, লক্ষ্মী, ও সরস্বতী আরও রয়েছে কার্তিকের কলা বউ।

সাধারণত ষষ্ঠীর দিন ‘দুর্গা মায়ের’ মুখ উন্মোচিত করা হয়, এ সময় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে দেবী দুর্গা মন্ডপে অধিষ্ঠিত হন।

হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে প্রতিবছর শরৎকালে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসেন। পাঁচদিন পর বিসর্জনের মধ্যে দিয়ে ফের স্বামী শিবের কাছে কৈলাশে ফিরে যাবেন দেবী।

পঞ্জিকামতে, এ বছর জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা গজে (হাতি) চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন (আগমন); যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে উঠবে। দেবী স্বর্গলোকে বিদায় (গমন) নেবেন দোলায় (পালকি) চড়ে; যার ফল হচ্ছে মড়ক, প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী বৃদ্ধির ইঙ্গিত বহন করে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ২২৪টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, রূপগঞ্জে ৪৪টি, সোনারগাঁয়ে ৩৫টি এবং আড়াইহাজারে ৩৬টি মন্ডপে পূজা হবে। প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আনসার সদস্য, মন্ডপ কমিটির স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যও মোতায়েন থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট