যুগের নারায়ণগঞ্জ:
প্রতিবছরের ন্যায় শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিন শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। অষ্টমী পূজায় এ বছর কুমারীর আসনে বসবে সাত বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্য্য।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী মহারাজ একনাথনন্দ এ তথ্য জানান।
রাজশ্রী শহরের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে। সে মোদগুল্লো গোত্রের। সাত বছর বয়সী রাজশ্রী নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, কুমারী পূজা মা কালীর হাতে কলাসুর বধের প্রতীক। কথিত রয়েছে, কলাসুর স্বর্গ ও মর্ত্য অধিকার করে নিয়েছিল। দেবতারা মা কালীর কাছে উদ্ধারের জন্য প্রার্থনা করেন। তাদের আর্তি শুনে মা কালী আবার জন্ম নেন শিশুকন্যা রূপে এবং কলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।
দুর্গোৎসবে মহা অষ্টমীর দিন ১ থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবীর আসনে বসিয়ে তার পূজা করা হয়। পূজার আগে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গয়না, পায়ে আলতা, ফুলের মালা এবং অলঙ্কারে সাজানো হয় দেবীরূপে। পদ্মফুল হাতে দেবী পূজার আসনে বসার পর মন্ত্রপাঠে তার বন্দনা করা হয়।