1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

বন্দরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারিসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময়  গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সোনারগাঁ থানার উলুকান্দী দাউদিয়াগাঁও এলাকার বজলু মিয়ার ছেলে আক্তার হোসেন (৪০), রূপগঞ্জ থানার শনের টেক এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪৭), বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার আলতাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত মফিজ উদ্দিন ওরফে মোস্তফা মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০) ও বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকার হারুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া খোকন মিয়ার স্ত্রী শিউলী বানু (৪৫)।

বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারির বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃতদের শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলা কাইকারটেক ব্রীজ সংলগ্ন হাজী সাহেবের মোড়ে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ইয়াবা ও একই থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকার হারুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাড়িতে তল্লশি চালিয়ে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট