1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে সামাজিক বন্ধন তৈরি হয়: যুগ্ম সচিব ইঞ্জি. মাহবুবুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও সড়ক ও জনপথ অধিদপ্তর ডিটিসিএ’র যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার মো: মাহবুবুর রহমান বলেছেন, প্রতিটি এলাকায় ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হলে সবার সাথে একটা সামাজিক বন্ধন তৈরি হবে। আর এ বন্ধ হলে সমাজ থেকে ঝগড়া বিবাদ ও সংঘাত অনেকাংশে কমে যাবে। কারণ, সবার সাথে সবার তখন একটা আত্মীয়-স্বজনের মত একটা সর্ম্পক তৈরি হবে। ফলে আজ যে কথা কথায় ঝগড়া বিবাদ হচ্ছে, তা থেকে মানুষ সরে আসবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নগরীর দেওভোগ কৃষ্ণচূড়ার মোড় এলাকায় সন্ধি সামাজিক সংগঠনের ক্যারাম প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান আরও বলেন, যারা ক্যারামসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করছেন তাদের কাছে অনুরোধ রেখে বলছি, আপনারা এ প্রতিযোগীতা স্কুল-কলেজ এমনকি বিশ^বিদ্যালয় পর্যায়ে ছড়িয়ে দিন। এবং বিজয়ীদের হাতে একটা পুরস্কার তোলে দেয়ার ব্যবস্থা করুন। কারণ, এসব পুরস্কারে শিক্ষার্থীরা আরও উৎসাহ পাবে, অনুপ্রাণিত হবে। সেই সাথে তাদের মন মানুসিকতারও উন্নতি হবে। ফলে তারা মাদকসহ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকবে।

সভাপতির বক্তব্যে সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি নূর উদ্দিন সাগর বলেন, সন্ধি সামাজি সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে নেশা-মাদক বিরোধী। আমাদের শ্রদ্ধেয় সরকার হুমায়ূণ ভাই তিনি এখন জেলা আইনজীবী সমিতির সভাপতি আমরা তাকে নিয়েও বহু মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করেছি। আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলতে। এজন্য কিশোর ও যুবকদের মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের সংগঠন থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে আমরা এ জন্যই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে থাকি। কারণ আমরা বিশ^াস করি, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

তিনি বলেন, দেশের পট পরিবর্তনের পর যখন বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই বেড়ে যায়, তখন আমাদের সংগঠন থেকে পাহারাদারের ব্যবস্থা করা হয়েছিলো। এছাড়া আমাদের সংগঠনের নেতৃবৃন্দরাও পাহারাদার হিসেবে কাজ করেছে। এভাবে আমরা সমাজের মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষকের কাছে অনুরোধ রেখে বলবো, আপনারা আমাদের সার্বিকভাবে সহযোগীতা করবেন যাতে আমরা এ সমাজকে আরও উন্নত করতে পারি এবং আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।

বক্তব্য শেষে ক্যারাম প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা আহাম্মদ আলী বেপারী, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা মো: আবু তাহের শামীম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ও সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা মো: শামছুল করিম, বিশিষ্ট সমাজ সেবক ও সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা মো: আক্তারুজ্জামান আক্তার ও বিশিষ্ট সমাজ সেবক ও সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা মো: মিজানুর রহমান, কার্যকরি সদস্য আব্দুর রাজ্জাক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সন্ধি সামাজিক সংগঠনের সহ সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক খালিদ হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অভি, সমাজ কল্যান সম্পাদক নয়ন হাওলাদার, ক্রীড়া সম্পাদক অভি চৌধুরী, কার্যকরি সদস্য পলাশ বেপারী, মো: রবিউল ইসলাম রনি, আদিম মাসুদ রানা, সাইফুল ইসলাম, হাসান মির্জা, ইয়াছিন আরাফাত রবিন, মাসুদ রানা, মহিউদ্দিন বাবু, আকাশ, খান মাহমুদ, শাহীন, নয়ন, অয়ন, হাসিব, উদয়, সাজ্জাদ, অভি প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট