যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী ফ্যাসিবাদী আইভীর অনুসারী চক্রের দোসর ছাড়া মডেল মাসুদের রাজনীতির কোনো ভিত্তি নেই—এমন অভিযোগ তুলেছেন বিএনপির তৃণমূল নেতারা। নাম প্রকাশ না করার শর্তে নেতারা জানান, মডেল মাসুদ দলের ভেতরে কার্যত একা। সদস্যপদ অর্জন করলেও মূল দলের দু’একজন ছাড়া তার পাশে কেউ নেই। যেসব ব্যক্তি তার আশেপাশে রয়েছেন, তারাও অতীতে নানা অপকর্মে জড়িত থাকায় ব্যাপকভাবে বিতর্কিত।
বিশেষ করে মডেল মাসুদ নির্ভর করছেন বিএনপির একজন বিতর্কিত নেতা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর ওপর। তিনি অবৈধ গ্যাস সংযোগ সিন্ডিকেটের নেতৃত্ব দেন। ফতুল্লা, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এই তিন থানার বড় অংশই আনুর দখলে। সেই আনুই মডেল মাসুদের আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত।
তৃণমূল নেতারা আরও বলেন, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিটি পূজামণ্ডপে আওয়ামী লীগের বিতর্কিত দোসর ও সিটি কর্পোরেশনের বিতর্কিত মেয়র আইভীর অনুসারীদের নিয়ে মডেল মাসুদ তার রাজনৈতিক কৌশল চালু করেছেন। এর মাধ্যমে তিনি একদিকে নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরতে চাইছেন, অন্যদিকে বিএনপির প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ক্ষমতালোভী চক্রকে প্রাধান্য দিচ্ছেন।
অভিযোগকারী নেতারা আরও বলেন, আওয়ামী দোসরদের ছাড়া মডেল মাসুদের রাজনীতির কবর রচিত হবে। তিনি বিএনপির নাম ব্যবহার করলেও ভেতরে ভেতরে দলের মূল নীতি ও জাতীয়তাবাদী আদর্শের বিরোধিতা করছেন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে অর্থ দিয়ে প্রোগ্রাম সাজিয়ে জনগণের সামনে নাটক মঞ্চস্থ করছেন। অথচ সাধারণ মানুষ ভালো করেই জানে—আওয়ামী দোসরদের সঙ্গে আঁতাত করে বিএনপিকে কখনো শক্তিশালী করা যায় না।
তৃণমূল নেতারা অভিযোগ করে বলেন, যেভাবে ফ্যাসিবাদী সরকারের সময় বিএনপির ত্যাগী কর্মীরা নির্যাতিত হয়েছিলেন, আজ ঠিক সেভাবেই মডেল মাসুদের মতো ব্যক্তিদের কারণে আবারও ত্যাগী কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি অর্থ ও প্রভাবের দাপটে আওয়ামী দোসরদের সাথে নিয়ে বিএনপির রাজনীতির নামে বিএনপির সঙ্গেই বেইমানি করছেন। একদিন তার এই মুখোশ উন্মোচিত হবেই। ইনশাআল্লাহ, খুব শিগগিরই জনগণ বুঝতে পারবে আসল সত্য।
নেতারা আরও বলেন, রাজনীতি মানে ত্যাগ, জনগণের স্বার্থে সংগ্রাম এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। অথচ মডেল মাসুদ রাজনীতিকে বানিয়েছেন ব্যবসার হাতিয়ার। তিনি যখন যেই দলকে সুবিধাজনক মনে করেন, তখনই সেই দলের কাঁধে ভর করেন। যেকোনো দলের পতাকা ব্যবহার করে নিজেকে প্রচার করলেও সাধারণ মানুষের কষ্ট, আন্দোলনের দাবি কিংবা ত্যাগী নেতাকর্মীদের অবস্থার প্রতি তার কোনো সহানুভূতি নেই। এভাবে চলতে থাকলে বিএনপির বড় ক্ষতি হবে। কারণ আওয়ামী দোসরদের সাথে হাত মিলিয়ে কখনো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করা যায় না। মূলত তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদেরই বড় সহযোগী।
তৃণমূল নেতাদের অভিযোগ, মডেল মাসুদ কেবল নিজের অবস্থান পাকাপোক্ত করতে অর্থ খরচ করছেন। তিনি যেন জনগণের পাশে আছেন এমন ভান করছেন, কিন্তু বাস্তবে জনগণকে ব্যবহার করছেন রাজনৈতিক প্রদর্শনীর অংশ হিসেবে। দলের ত্যাগী নেতাকর্মীরা যখন কারাবন্দি বা হয়রানির শিকার হচ্ছেন, তখন তিনি আওয়ামী লীগ ও আইভীর অনুসারীদের নিয়ে নিজের ব্যবসা প্রসারিত করছেন। বিএনপির ত্যাগী ও বিশ্বস্ত নেতাকর্মীরা ইতোমধ্যেই তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।
শেষে তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি নেতৃত্ব যদি সময়মতো এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত না নেয়, তবে মডেল মাসুদের মতো বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে দল আবারও ক্ষতিগ্রস্ত হবে। আজ নয়, কাল জনগণ তার ভণ্ডামি বুঝে যাবে। ইনশাআল্লাহ, সত্য প্রকাশ পেতে বেশি দেরি হবে না।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত