1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

পূজা উদযাপন পরিষদের সাথে গণসংহতি আন্দোলনের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করেছি। এই শক্তির ভিত্তি হবে জনগণের বৃহত্তর স্বার্থ, এর বাইরে আলাদা কোনো স্বার্থ থাকবে না। একই সাথে ধর্ম-বর্ণ-লিঙ্গভেদে আলাদা কোনো পরিচয় থাকবে না, রাষ্ট্রের সকল নাগরিক সমান রাজনৈতিক মর্যাদার অধিকারী হবেন।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে যে সরকারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তারা সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে নোংরা রাজনীতি করেছে এবং তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের ফলে রাজনৈতিক বাধা অপসারিত হয়েছে এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান মর্যাদা প্রতিষ্ঠিত হোক। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করবেন এবং এর নিরাপত্তা নিশ্চিত করা স্থানীয় প্রশাসনের দায়িত্ব। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, তারা যেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।”

সভায় আরও উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য এসএম রাব্বি ও আওলাদ হোসেন।

অন্যদিকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক শংকর দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর কমিটির সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট