1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

রূপগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাতটি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ চার শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে উপজেলার রূপসী, কাজীপাড়া ও যাত্রামুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চারটি চুন কারখানা ও তিনটি খাবার হোটেলে অবৈধ সংযোগে ব্যবসা পরিচালনার প্রমাণ মেলে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং চারটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে চুন কারখানার ছয়টি ভাট্টি ও উৎপাদন কাজে ব্যবহৃত মালপত্র ভেঙে ফেলা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও ১০টি বার্নার।

এছাড়া দুই কিলোমিটার এলাকায় প্রায় দেড়শ বাড়ির চার শতাধিক অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের রূপগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুল ইসলাম, আড়াইহাজার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবিরসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, “অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়ায় কাজীপাড়া এলাকার এবা হোটেল মালিককে ২৫ হাজার, মায়ের দোয়া গোস্তের দোকান মালিককে ১৫ হাজার, সুমন টি স্টোরকে ৫ হাজার এবং নামবিহীন একটি চায়ের দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ সংযোগ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট