1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় বোনের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া নামে এক স্কুলছাত্রী পানিতে ডুবে নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাড়ির পার্শ্ববর্তী বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

নিহত ইসরাত জাহান রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

নিহতের বড় বোন ইভা আক্তার জানান, ইসরাত সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখেছিল। তার লক্ষ্য ছিল সাঁতার শেখার মাধ্যমে বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করা। কিন্তু সাঁতার শেখার সময় সে পানিতে তলিয়ে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে এখনও কারো কোন অভিযোগ নেই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট