যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানকে এবার আরেকটি হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া এ মামলায় মোট ৩৪০ জনকে আসামি করা হয়েছে—এর মধ্যে ১৪০ জনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার বাদী রাকিব হাসান শাহ পরান (২৩), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকায় বসবাস করছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদী ও তাঁর পরিবার পরিকল্পিতভাবে হামলার শিকার হন। এতে তিনি প্রাণনাশের আশঙ্কা করেন এবং ঘটনার পেছনে একটি সুসংগঠিত রাজনৈতিক চক্রের সম্পৃক্ততার অভিযোগ তোলেন।